টুডে নিউজ সার্ভিস,শিলিগুড়িঃ মার্চ মাসের শুরুর দিকে একসঙ্গে পাঁচটি শাবকের জন্ম দিয়েছিল বেঙ্গল সাফারির বাঘিনী শীলা। এবার সেই নতুন পাঁচ সদস্যের লিঙ্গ নির্ধারণ করল শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ। রাজ্য জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরীর জানান, পাঁচটি শাবকের মধ্যে একটি মর্দা ও চারটি মাদি। মা সহ পাঁচ সন্তানই বর্তমানে সুস্থ রয়েছে। শাবকদের শারীরিক পরীক্ষা করা হয়েছে। কোনওরকম অস্বাভাবিকতা নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বেঙ্গল সাফারির বাঘিনী শীলা পাঁচটি শাবকের জন্ম দেয়ার পর থেকেই থেকে নাইট শেলটারে পৃথকভাবে রাখা হয়েছিল মা ও পাঁচ শাবককে। আপাতত নাইট শেলটারেই থাকবে শীলা ও তার শাবকরা। সাফারি সূত্রে জানা গিয়েছে, সন্তানদের সর্বক্ষণ আগলে রাখছে শীলা।
সময়মতো দুধ খাওয়াচ্ছে। তাই শীলার স্বাস্থ্য ঠিক রাখতে প্রচুর পরিমাণে পানীয়,ভিটামিন, সুপ জাতীয় খাবার দেওয়া হচ্ছে। মাসতিনেক বাদে তাদের বাইরে বের করা হবে বলে রাজ্য জু অথরিটির তরফে জানানো হয়েছে।
Social