জ্যোর্তিময় মণ্ডল, মন্তেশ্বরঃ দোল পূর্ণিমা উপলক্ষে সোমবার সারাদেশের সঙ্গে মন্তেশ্বর ব্লকের পিপলন অঞ্চলের বামুনিয়াগ্রাম এলাকায় নৃত্যভারতী কলা কেন্দ্রের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানে মধ্য দিয়ে বসন্ত উৎসব পালন করা হয়। নৃত্যভারতী কলা কেন্দ্রের প্রধান কর্মকর্তা চৈতালি দাস জানান, সকালবেলায় নৃত্যভারতী কলা কেন্দ্রের ছাত্র-ছাত্রীদের দ্বারা ওরে গৃহবাসী খোল দ্বার, খোল লাগলো যে দোল, গান সহ বিভিন্ন নৃত্যের মাধ্যমে বামুনিয়া বাজার ও গ্রাম পরিক্রমার মধ্য দিয়ে প্রভাত ফেরির মাধ্যমে একে অপরকে আবির মাখিয়ে, রং খেলে, বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বসন্ত উৎসব পালন করেন বামুনিয়া নৃত্যভারতী কলা কেন্দ্র। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিপলন অঞ্চলের প্রধান সান্তনা দাস, উপপ্রধান শেখ শরিফুউদ্দিন সহ এলাকার বিশিষ্টজনেরা। পাশাপাশি দোল পূর্ণিমার উপলক্ষে নৃত্য কলা কেন্দ্রের প্রাঙ্গনে দুপুরে বসিয়ে এলাকার কয়েক হাজার মানুষজনকে অন্ন ভোগের ব্যবস্থা করা হয়।
Tags burdwan district west bengal
Check Also
কার্তিক লড়াইকে ঘিরে জমজমাট কাটোয়া
রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সকলের কাছে সব থেকে বড় পুজো হল …
Social