জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ বাংলাদেশে হিন্দুদের খুন-ধর্ষণ ও অত্যাচারের প্রতিবাদে এবং বাংলাদেশের মৌলবাদী শাসকের বিরুদ্ধে শনিবার মন্তেশ্বর ব্লক সনাতন জাগরণ মঞ্চের পক্ষ থেকে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর কলেজ মোড় থেকে কামারশাল মোড় পর্যন্ত এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিল শেষে মন্তেশ্বর বাসস্ট্যান্ডে একটি প্রতিবাদ সভাও অনুষ্ঠিত হয়।
এদিন সনাতন জাগরণ মঞ্চের সদস্য মলয় মণ্ডল, উজ্জ্বল রায়, অসীম রায়রা জানান, “এই প্রতিবাদ সভায় বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণের প্রতিবাদে ও বাংলাদেশের পরিস্থিতি এবং শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি সহ চিন্ময়কৃষ্ণ দাস প্রভুকে অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে এই প্রতিবাদ মিছিল ও সভা।”
Social