টুডে নিউজ সার্ভিসঃ সিকিমের রাস্তায় চালু হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার। যার জেরে ২৫ মে থেকে সিকিমে ট্র্যাফিক নিয়ন্ত্রণের জন্য রাজ্য সরকার অভিনব উদ্যোগ গ্রহণ করেছে। ট্র্যাফিক নিয়ন্ত্রণের জন্য এ বার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার হতে চলেছে। মঙ্গলবার এই সংক্রান্ত বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন সিকিমের পরিবহণ দফতরের সচিব রাজ যাদব।
নির্দেশিকায় জানানো হয়েছে, প্রাথমিক ভাবে চারটি কেন্দ্র থেকে এআই প্রযুক্তি কাজে লাগানো হবে। পরবর্তী কালে ওই সংখ্যা আরও বাড়ানো হবে। ভারতের মধ্যে এআই প্রযুক্তি দিয়ে যান নিয়ন্ত্রণ এখনও পর্যন্ত দিল্লিতে চালু রয়েছে। এবার হতে চলেছে সিকিমে।
এআই প্রযুক্তি ব্যবহার করে বেপরোয়া গতিতে গাড়ি চালানো কিংবা গাড়ির কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করা হবে কৃত্রিম সাহায্যে। রাজ্য সরকারের পরিবহণ দফতরের তরফে আবেদেন করে জানানো হয়েছে যে, সিকিমের রাস্তায় যাতায়াতকারী চারচাকা এবং বাইকচালকেরা তাঁরা যেন তাঁদের কাগজপত্র আপডেট করে রাখে।
Social