টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তরর্গত পাঁচড়া এলাকায় পাম্প হাউসে প্রতিদিনই কিছু না কিছু চুরি যাচ্ছিল। এই বিষয়ে গত ৯ নভেম্বর জামালপুর থানা একটি লিখিত অভিযোগ দায়ের হয় তারই পরিপ্রেক্ষিতে সোমবার সূত্রের খবর পেয়ে জামালপুর থানার পুলিশ নবগ্রাম এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। এই ব্যক্তির নাম আজাদ কুরেসি, তিনি মশাগ্রাম স্টেশন সংলগ্ন বাংলা পাড়ার বাসিন্দা। এর আগেও বেশ কয়েকবার পুলিশ তাকে পাকড়াও করেছে আঝাপুরে বেশ কয়েকটি চুরির ঘটনার সঙ্গেও তিনি যুক্ত বলে জানা গেছে। ধৃতকে মঙ্গলবার বর্ধমান জেলা আদালতে পাঠায় পুলিশ।
