জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মন্তেশ্বর ব্লকের বাঘাসন পঞ্চায়েত, জামনা পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে চোলাই মদ সহ ৩ জনকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। বুধবার সন্ধ্যায় মন্তেশ্বর ব্লকের জামনা পঞ্চায়েতের ধামাচিয়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে মানিক সরকার ও পলাশ দাশ নামে দুই মদ ব্যবসায়ীকে চোলাই মদ বিক্রি করা অবস্থায় মদ সহ তাদের বাড়ি থেকে গ্রেফতার করে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃতরা ধামাচিয়া গ্রামের বাসিন্দা। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে ৪০লিটার চোলাই মদ। অপরজন ধৃত উফল হাজরা চোলাই মদ ব্যবসায়ীকে বাঘাসন পঞ্চায়েতের তারাশুশুনিয়া তার বাড়ি থেকে চোলাই মদ বিক্রি করা অবস্থায় গ্রেফতার করে পুলিশ। ধৃত উফল হাজরা তারা শুশুনিয়া গ্রামের বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ২০ লিটার চোলাই মদ। ধৃতদের বৃহস্পতিবার কালনা আদালতে পাঠায় মন্তেশ্বর থানার পুলিশ।
Tags burdwan district west bengal
Check Also
মায়ের ঘরে আগুন লাগানোর অভিযোগ ছেলের বিরুদ্ধে
জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ নেশাগ্রস্ত অবস্থায় মাকে মারধর ও মায়ের ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগে ছেলেকে …
Social