টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ দিল্লির ব্যবসায়ীর ১ কোটি ১ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুর্গাপুর থানার পুলিশ আরও একজন অভিযুক্তকে বুধবার গ্রেফতার করল আসানসোল সালানপুর থানা এলাকা থেকে। ধৃতের নাম রাজু দত্ত, তার বাড়ি আসানসোলের রুপনারায়নপুরে। তাকে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। বিচারক ধৃতকে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, দুর্গাপুর ডিভিসি মোড়ের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে চলতি মাসের ৫ তারিখে এক ব্যবসায়ীর ১ কোটি ১ লক্ষ টাকা লুট হয় বলে অভিযোগ। ক্রাইম ব্রাঞ্চের পুলিশ পরিচয় দিয়ে লুঠ করা হয় বলে অভিযোগ। ওই টাকা দিল্লির একজন ব্যবসায়ী মুকেশ চাওলার ছিল। তাঁর কর্মীরা নগদ টাকা নিয়ে চারচাকা গাড়ি করে জাতীয় সড়ক হয়ে কলকাতা নিয়ে যাচ্ছিল। ঘটনার পরে ওই দিন গভীররাতে ব্যবসায়ী দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ দুর্গাপুর থানায় কর্মরত একজন এএসআই ও দু’জন পুলিশ কর্মী সহ ৬ জনকে গ্রেফতার করেছিল ৬ সেপ্টেম্বর। ধৃতদের মধ্যে দু’জন ৫ দিনের পুলিশি ও বাকি চারজন ৫ দিনের জেল হেফাজতে ছিল। এর পরেও আসানসোল থেকে আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছিলো। এদিন ধৃত রাজু দত্তকে পুলিশ হেফাতে নিয়ে ঘটনার তদন্ত করছে।
