টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ হাতের কাজের তৈরি অভিনব ফুলের স্তবক দিয়ে আমন্ত্রিত অতিথিদের সংবর্ধনা জানালো আরাধ্যা ছবি আঁকার স্কুল। রবিবার তাদের বার্ষিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বর্ধমানের ইছলাবাদ ইয়ূথ ক্লাবের অনুষ্ঠান মঞ্চে।

এদিনের মূল উদ্যোক্তা তথা চিত্রশিক্ষক সুকান্ত ঘোষ বলেন, আমার এই স্কুল ৮তম বর্ষে পড়েছে। ছোট থেকে বড়দের অঙ্কন শেখানোর পাশাপাশি বিভিন্ন হাতের কাজ শেখানো হয়। আজ প্রায় ৯০-১০০ জন ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হলো। পাশাপাশি তারা বিভিন্ন নাচ, গান, ফ্যাশন শো-এ অংশে নেয় এবং তাদের অভিভাবকরাও অনুষ্ঠানে অংশ নেয়। তিনি আরও জানান, যেত আমাদের এটা অঙ্কন স্কুলের পাশাপাশি বিভিন্ন রকম হাতের কাজও শেখানো হয় তাই আমরা একটু অন্যভাবে সম্পূর্ণ কাগজ ব্যবহার করে আমন্ত্রিত অতিথিদের হাতে এই ফুলের স্তবকটি তুলে দিলাম।