জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ ব্যাংক অ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, ঘটনায় মন্তেশ্বর থানার দ্বারস্থ হয়েছেন মন্তেশ্বর ব্লকের বরণডালা গ্রামের বাসিন্দা আজফর আলী শেখ। তার অভিযোগ কুসুমগ্রাম বাজারে একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকে তার অ্যাকাউন্ট রয়েছে। কিছুদিন আগে ওই অ্যাকাউন্টের সঙ্গে সংযোগকারী মোবাইলটি হারিয়ে যায়। তার কিছুদিন পরেই ব্যাঙ্কে গিয়ে দেখেন তার অ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকা অন্য একটি অ্যাকাউন্টে সরিয়ে নেওয়া হয়েছে। টাকা ফিরে পেতে মন্তেশ্বর থানার দারস্থ হয়েছেন তিনি। অভিযোগ সাইবার ক্রাইমে পাঠানো হবে বলে জানিয়েছে মন্তেশ্বর থানার পুলিশ।
