জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ নির্বাচনী আচরণবিধি নিয়ে শান্তিপূর্ণ ভোট করার লক্ষ্যে প্রশাসনের উদ্যোগে বুধবার দুপুরে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হলো মন্তেশ্বরে। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত এদিনের বৈঠকে মন্তেশ্বরের বিডিও সঞ্জয় দাস, মেমারি দু’নম্বর ব্লকের বিডিও বিশাখ ভট্টাচার্য, মন্তেশ্বর থানার আই.সি বিপ্লব পতি, মেমারি থানার আইসি , সহ তৃণমূল কংগ্রেস, জাতীয় কংগ্রেস, বিজেপি, ফরওয়ার্ড ব্লক, সিপিএম সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সরকারি সম্পত্তিতে কোনো রাজনৈতিক দলের পতাকা, ব্যানার, পোস্টার থাকলে সেগুলি খুলে নেওয়া, বেসরকারি জায়গায় এই ধরনের প্রচার থাকলে কমিশনের অনুমতি নিয়ে নেওয়া এছাড়া সুবিধা অ্যাপের মাধ্যমে কমিশনের অনুমতি সাপেক্ষে বিভিন্ন রাজনৈতিক কার্যাবলী আয়োজন করা প্রভৃতি বিষয়গুলি নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়েছে বলে উপস্থিত রাজনীতির দলের প্রতিনিধিরা জানান।
Check Also
বাঘ গুনতে সুন্দরবনে বসছে ১৪৪৪টি ক্যামেরা
টুডে নিউজ সার্ভিসঃ বাঘের সংখ্যা জানার জন্য আবার সুন্দরবনের জঙ্গলে বসতে চলেছে ক্যামেরা। প্রতিবছর শীতের …
Social