টুডে নিউজ সার্ভিসঃ শনিবারের পর ফের রবিবার আর জি কর মহিলা চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় বিরূপাক্ষ বিশ্বাস (বর্ধমান মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের প্রাক্তন রেসিডেন্ট সিনিয়র চিকিৎসক বর্তমানে সাসপেন্ড), অভিক দে (এস এস কে এম হাসপাতালের জুনিয়র চিকিৎসক) ও সৌরভ পাল ( আরজি করের পিজিটি-এর ছাত্র)-কে তলব করে সিবিআই। এছাড়াও টালা থানার সাব ইন্সপেক্টর চিন্ময় বিশ্বাস-কেও তলব করেছে সিবিআই। নির্ধারিত সময় মতো সকাল ১১ টায় বিরূপাক্ষ বিশ্বাস এসে সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরে। টালা থানার সাব ইন্সপেক্টর ১০.৩৯ এ আসে। সৌরভ পালও নির্ধারিত সময়ের কিছু পরে এসে উপস্থিত হয়। সিবিআই সূত্রে খবর, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে ক্রাইম সিনে ঘটনার দিন সেমিনার হলে কি করছিলেন ওই চিকিৎসকরা। কার ফোনে গিয়েছিলেন সেই সমস্ত নিয়েই তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর।