টুডে নিউজ সার্ভিসঃ লোকসভা ভোটের| মুখে বাংলায় আসন বোঝা পড়ানিয়ে মহা সমস্যার মুখে পড়ছে ইন্ডিয়া জোট। দক্ষিণ মালদহের| সাংসদ আবু হাসেম খান চৌধুরীর দাবি, কংগ্রেসকে দু’টি আসন ছাড়তে রাজি হয়েছে তৃণমূল।কিন্তু এই ‘দয়ার দান’ নিতে চাইছেন না প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।বৃহস্পতিবার বহরমপুরে সাংবাদিক বৈঠক করে তৃণমূলকে বিঁধে অধীর বলেন, প্রথম দিন থেকেই বলছেদু’টোর বেশি দেব না। কে দু’টোর দয়া নেবে? আমরা কেউ দয়া চেয়েছি? আমরা প্রত্যাখ্যান করছি।” তিনি বলেন, বহরমপুরেতো হারাবে বলছে, মালদায় হারাবে বলছে। ওপেন চ্যালেঞ্জ করছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে, যে কাউকে এখানে পাঠিয়ে দিন। যদি হারাতে পারেন,রাজনীতি করা ছেড়ে দেব। আপনি(মমতা) নিজে আসুন, দেখি কত ক্ষমতা আছে আপনার।” তৃণমূল সুপ্রিমোর উদ্দেশ্যে এই বার্তাও দিয়ে রাখলেন, কংগ্রেসের মমতাকে প্রয়োজন নেই। উল্টে মমতারই কংগ্রেসকে প্রয়োজন বলে দাবি অধীরের।
উল্লেখ্য, ইন্ডিয়া জোটের বৈঠকের পর সাংবাদিকদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বাংলায় কংগ্রেসের দু’টি আসন রয়েছে। যদিও কংগ্রেসকে ক’টি আসন ছাড়া হবে,সেই নিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলের তরফে কোনো ঘোষণা করেনি। এরপর থেকেই কংগ্রেসের দক্ষিণ মালদার প্রবীণ সাংসদ আবু হাসেম খান চৌধুরী দু’টি আসন ছাড়া নিয়ে বক্তব্য রাখতে শুরু করেন। তবে, অধীরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায় বলেন, তৃণমূলও মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা আর জোট একসঙ্গে চলতে পারে না কংগ্রেসের সঙ্গে। চৌধুরী এবং বঙ্গ কংগ্রেসের কিছু নেতা আমাদের প্রতি নিয়মিত যে অপমান করছেন, দল যদি জোট চায় তবে তা বন্ধ করতে হবে। কংগ্রেস হাইকমান্ড যদি বাংলায় জোট চায়, তাহলে অধীর চৌধুরীকে অবশ্যই দমন করতে হবে।
Social