টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ লরির ধাক্কায় প্রাণ গেলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম গোপাল মণ্ডল (৩৮), বাড়ি উচালন এলাকায়। পেশায় তিনি ডায়নামো মিস্ত্রির কাজ করতেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বর্ধমানের উচালন বাজারে শুক্রবার রাতে। জানা গিয়েছে শুক্রবার উচালান বাজারে ঢোকার কিছুটা আগে এই দুর্ঘটনা ঘটে। বর্ধমান থেকে আরামবাগের দিকে আসছিল একটি লরি। একই দিকে যাচ্ছিলেন গোপাল মণ্ডল নামে ওই ব্যক্তি। সামনে ব্রিজের কাজ হওয়ায়। তখনই লরিটি ওই ব্যক্তির উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় মাধবডিহি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আরও জানা যায় মৃতের বাড়িতে মা, বাবা, ভাই স্ত্রী ও দুটো ছোট সন্তান রয়েছে।
দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাস্তা ভাঙা থাকার কারণ এবং কালভার্টের সমস্যার কারণে রাস্তা পারাপার করতে সমস্যা হচ্ছে দুই চাকা চার চাকার গাড়ি সহ পথ চলতি মানুষদের। এই এলাকায় বারবার দুর্ঘটনা ঘটে চলেছে সেই কারণেই।
Social