দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ ইংরাজি নববর্ষের দিন পিকনিক করতে গিয়ে দুর্ঘটনায় পড়ল এক বোলেরো পিক আপ ভ্যান। ঘটনাস্থলে বাঁকুড়া জেলা ইন্দাস থানার পুলিশ। সোমবার পহেলা জানুয়ারি পিকনিক করে ফেরার পথে দুর্ঘটনা পরে একটি বোলেরো পিকআপ ভ্যান, ঘটনাটি ঘটে এদিন বিকালে বাঁকুড়া জেলায় ইন্দাস ব্লকে আঁকুই-১ অঞ্চলে ইন্দাস আঁকুই রোডে বোনকি এলাকায়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে যে, গাড়িটি পূর্ব বর্ধমান জেলা থেকে আমরালদিঘি থেকে আঁকুয়ের এদিকে যাচ্ছিল সেই সময় বোনকি বাজার সংলগ্ন এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ইলেকট্রিক পোলে ধাক্কা মারে এবং রাস্তার পাশে একটি নয়নজুলিতে উল্টে যায়। ওই সময় বোনকি স্থানীয় মানুষরা শব্দ শুনে ছুটে আসে এবং গাড়ির চালক ও যাত্রীরা গাড়ি ছেড়ে পালিয়ে যায় বলে স্থানীয় মানুষদের কাছে জানা গেছে। ওই দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে ইন্দাস থানার পুলিশ আটক করে এবং গাড়ির মালিক ও চালকের খোঁজ চালাচ্ছে বলে পুলিশ।
Social