Breaking News

ট্রেনের ধাক্কায় মৃত্যু যুবকের

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম আদিত‍্য পাত্র (২৫), বাড়ি গলসি থানার অন্তরর্গত গলসি স্টেশনে। রেল পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ওই যুবক খানা জংশনের কাছে আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়ে ছিল, রাতেই পরিবার জানতে পারে খানা জংশনে ট্রেনের ধাক্কায় আদিত্য-র মৃত্যু হয়েছে। দেহ শুক্রবার ময়নাতদন্ত হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে।

About Prabir Mondal

Check Also

শিব ও বিষ্ণুর মন্দির প্রতিষ্ঠা

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ শিব ও বিষ্ণুর মন্দির প্রতিষ্ঠা হল বাঁকুড়ার ইন্দপুরের পতিরডাঙা গ্রামে। বৃহস্পতিবার মন্দির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *