Breaking News

‘বিষ্ণুপুরে আসলে অভিষেকের প্যান্ট-জামা খুলে নিতাম’, হুঁশিয়ারি সৌমিত্রর

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ প্রকাশ্য সভা মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, তৃণমূল কংগ্রেসের জন্য এতগুলো ছেলে মেয়ের চাকরি গেছে। আমি আগেও বলেছিলাম বা এখনও বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর। আমার বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানহানির মামলা করেছে কিন্তু দুঃখের বিষয় ওই মামলায় আমার বিষ্ণুপুর কোর্টে একদিনও উপস্থিত হননি। যদি বিষ্ণুপুর কোর্টে আসতো তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্যান্ট জামা খুলে দিতাম এমনই হুঁশিয়ার দিলেন বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ।

পাশে মানুষ নেই তাই এখন মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে উল্টাপাল্টা কথা বলে প্রচারের আসার চেষ্টা বলে কটাক্ষ তৃণমূল বিধায়ক আলোক মুখার্জী-র।

উল্লেখ্যঃ বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত ওন্দা বিধানসভার রতনপুর এলাকায় গতকাল সন্ধ্যায় বিজেপির একটি নির্বাচনী প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে অংশ নিয়ে পথসভায় বক্তব্য রাখতে উঠে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এমনই ভাবে হুঁশিয়ার দিলেন। এর পাশাপাশি তিনি আরও বললেন এই স্ক্যামে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আকাশ বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি যুক্ত। অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা উচিত।

সৌমিত্র খাঁ মানুষের সাথে মিশে নেই মানুষের কালচার সম্পর্কে জানা নেই। এত বড় হিম্মত আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্যান্ট খুলে নেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলায় ৩,৪দিন প্রোগ্রাম আছে দেখবো ওর একটা লোম ছিঁড়ে দেখাক, দেখবো কত বড় হিম্মত আছে পাল্টা জবাব তৃণমূল বিধায়কের। পাশাপাশি চাকরি স্ক্যামে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আকাশ বন্দ্যোপাধ্যায়ের যুক্ত সব মিথ্যে এই দাবি প্রসঙ্গে তিনি বলেন, নিশ্চয়ই সৌমিত্র খাঁ এর সাথে যুক্ত ছিল তা নাহলে তিনি জানলেন কি করে।

About Prabir Mondal

Check Also

ভিন রাজ্য থেকে সোনা নিয়ে চম্পট! অবশেষে হরিয়ানা পুলিশের হাতে গ্রেফতার জামালপুরের যুবক

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ভিন রাজ্য থেকে লক্ষাধিক টাকার সোনা নিয়ে চম্পট দেওয়ার অভিযোগে এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *