টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমানের উল্লাসে বাড়ি রং করার কাজে এসে ছাদের ভাড়া থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের। সোমবার দুপুর তিনটে নাগাদ মৃতদেহের ময়নতন্ত্র হলো বর্ধমান মেডিকেল কলেজে। মৃত ব্যক্তির নাম কিরণ দাস (৩০), তিনি রায়না থানা সমশপুর গ্রামের বাসিন্দা। জানা যায়, গত ২৭ জানুয়ারি বর্ধমানের উল্লাসে এক চিকিৎসকের বাড়িতে রং করার কাজে এসেছিলেন ঐ শ্রমিক এবং বাঁশ দিয়ে ভাড়া বাঁধার সময় ছাদের উপর থেকে ভাড়া থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হয়। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসা চলাকালীন রবিবার দুপুরে তাঁর মৃত্যু হয়। সোমবার মৃতদেহের ময়না তদন্ত হল বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে।
Tags burdwan district west bengal
Check Also
মদের টাকা জোগাড় করতে মজুত রাখা ধান বিক্রির চেষ্টা, স্ত্রীর কাছে ধরা পড়ে লাঠির আঘাতে মৃত্যু স্বামীর
দেবনাথ মোদক, বাঁকুড়াঃ বাড়িতে মজুত রাখা ধান বাজারে বিক্রি করে ফের মদ খাওয়ার পরিকল্পনা করেছিলেন …
Social