টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে সর্বশান্ত বস্ত্র ব্যবসায়ী! শ্বশুর বাড়িতে পুজোর আনন্দ করতে গিয়ে ফিরে এসে দেখেন বাড়ির সোনা গয়না টাকা পয়সা সবই চুরি হয়ে গেল তালা ভেঙে। ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরে ৮ নম্বর ওয়ার্ডের কালনা গেটের কাছে দেশবন্ধু নগরে। জানা যায়, সুশান্ত তালুকদার সপরিবারে ৯ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত তার শ্বশুর বাড়িতে ঘুরতে গিয়েছিলেন। ১৪ অক্টোবর সন্ধ্যায় বাড়ি ফিরে দেখতে পান বাড়ির প্রধান ফটকে যে তালাটি দিয়ে গেছিলেন সেই তালাটির পরিবর্তে অন্য একটি তালা লাগানো রয়েছে। এতে সুশান্ত বাবুর সন্দেহ হওয়ায় উনি তালাটি খুলতে না পেরে পাশের বাড়ির লোকজন নিয়ে বাড়ির পিছন দিকে গিয়ে দেখেন সমস্ত তালা খোলা। তালা গুলিও নেই। তিনি বস্ত্র ব্যবসায়ী এবং বাড়ির সঙ্গে ছিল দোকানও। সুশান্তবাবু জানান, আনুমাণিক ২ লক্ষাধিক নগদ ও প্রায় ৪ থেকে ৫ ভরি সোনার গয়না খোয়া গিয়েছে। এ বিষয়ে তিনি ইতিমধ্যেই বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেছেন।
Tags burdwan district west bengal
Check Also
“পশ্চিমবঙ্গ এখন দালালদের ভূস্বর্গ হয়ে উঠেছে”, বর্ধমানে এসে এমনই মন্তব্য করলেন ডাঃ সত্যজিৎ বসু
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পশ্চিমবঙ্গ এখন দালালদের ভূস্বর্গ হয়ে উঠেছে বর্ধমানের এসে এমনই বিস্ফোরক মন্তব্য …
Social