টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ শুক্রবার থেকে সারা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও শুরু হচ্ছে সপ্তম দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান। সপ্তম পর্যায়ে দুয়ারে সরকার প্রকল্পের জন্য মোট ৫ লাখ শিবিরের ব্যবস্থা করা হচ্ছে রাজ্যজুড়ে। তাই পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লকের জনসাধারনের কাছে বার্তা পৌঁছাতে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি সুসজ্জিত ট্যাবলো উদ্বোধন করা হলো বৃহস্পতিবার। উদ্বোধন করেন জেলাশাসক প্রিয়াংকা সিংলা, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সহ-সভাধিপতি গার্গী নাহা, জেলা পরিষদের অতিরিক্ত জেলাশাসক কাজল কুমার রায় সহ জেলা প্রশাসনের কর্তারা।
এই বিষয়ে জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক কাজল কুমার রায় জানান, ১ সেপ্টেম্বর থেকে সপ্তম পর্যায়ের দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে সারা রাজ্যে। পূর্ব বর্ধমান জেলাতেও দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান ক্যাম্প করা হবে বিভিন্ন ব্লকে। মূলতঃ ১-১৬ সেপ্টেম্বর পর্যন্ত ফর্ম জমা দেওয়া যাবে, ১৮-৩০ সেপ্টেম্বর জমা পড়া আবেদনের পরিষেবা প্রদান করা হবে। সেই ১-১৬ তারিখ পর্যন্ত পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লকে এই ট্যাবলোটি পরিক্রমা করবে। এবারের এই দুয়ারে সরকার শিবির থেকে থেকে ৩৫টি প্রকল্পের পরিষেবা পাবে উপভোক্তারা। তার মধ্যে চারটি নতুন প্রকল্পের সুবিধা রয়েছে বার্ধক্য ভাতা, পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণ, উদ্যম পোর্টালে নাম নথিভুক্তকরণ এবং হস্তশিল্পী ও তাঁতশিল্পীদের নাম তালিকাভুক্তিকরণ।
পাশাপাশি কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতিগত শংসাপত্র, বিধবা ভাতা, মাইক্রো ইরিগেশন প্রকল্প এবং ভবিষ্যৎ ক্রেডিট কার্ড-এই সমস্ত প্রকল্পের পরিষেবাও পাওয়া যাবে দুয়ারে সরকার শিবির থেকে।
Social