টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ শাসক দলের কর্মীরা ভোট কেন্দ্রে ঢুকে ছাপ্পা দিচ্ছে। আর তাতেই ক্ষিপ্ত হয়ে প্রিসাইডিং অফিসারের সামনেই ব্যালট বাক্সে জল ঢেলে দিলেন বিজেপি প্রার্থী। আর বিজেপি প্রার্থীর এমন কাণ্ডে শাসক দলের কর্মীরা মহিলা বিজেপি প্রার্থীকে মারধর করে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমান জেলার কালনা দু’নম্বর ব্লকের সাহাপুরের আরা আমতলা এলাকার ২৫৪নং বুথে। জখম অবস্থায় ২৪নং জেলা পরিষদের বিজেপি প্রার্থী মৌসুমী মন্ডল-কে উদ্ধার করে কালনা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুমন ঘোষ অভিযোগ করেন, এই ঘটনার বিষয়ে নির্বাচন কমিশনকে ও রাজ্য নেতৃত্ব ষকে জানানোর পাশাপাশি আদালতেও মামলা করা হবে। এই কেন্দ্রে পুনঃনির্বাচনের দাবি জানাবো আমরা। শাসক দলের ছাপ্পা ভোটের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিজেপি প্রার্থীর এই অভিনব প্রতিবাদে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
যদিও এই বুথের গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রার্থী ঝুম্পা মালিক ছাপ্পা ভোটের অভিযোগ সম্পূর্ণ সাজানো বলেই দাবি করেছেন। তিনি বলেন, শান্তিপূর্ন ভাবেই ভোট গ্রহণ চলছিল ২৫৪নং বুথে। বিকেল পাঁচটা নাগাদ ভোটের লাইনে প্রচুর মানুষ ভোট দেওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন। সেই সময় প্রিসাইডিং অফিসার স্লিপ দিতে দেরী করছিলেন। প্রায় ঘন্টা খানেক লাইনে ভোটাররা দাঁড়িয়ে থাকায় ওদের সমস্যা তৈরি হয়। তখনই বিজেপি প্রার্থী বুথের ভিতরে ঢুকে কোনো কথা না শুনে জলের জগ নিয়ে ব্যালট বাক্সের ভিতরে জল ঢেলে দেয় এবং তাকে মারধরের কোনো ঘটনাই ঘটেনি। উনি মিথ্যা অভিযোগ করছেন। আসলে মানুষের রায় ওরা মেনে নিতে অভ্যস্ত নয়। তাই মিথ্যার আশ্রয় নিয়ে ঝামেলা পাকিয়েছে বিজেপির দুষ্কৃতীরাই।
Social