বিশ্বজিৎ বিশ্বাস, নদিয়াঃ বৃষ্টি হলে রাস্তায় এক হাঁটু জল জমে যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে রাস্তা। যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। রাস্তার সমস্যায় রয়েছেন আসাননগর পঞ্চায়েতের অন্তর্গত ভাটপাড়া এলাকার বাসিন্দারা। এলাকার প্রায় একশ মিটার রাস্তায় জমে রয়েছে এক হাঁটু জল। আর এই রাস্তার জমা জল দিয়ে যাতায়াতের সমস্যায় পড়ছেন নিত্যযাত্রী থেকে স্কুল পড়ুয়ার। স্থানীয় বাসিন্দাদের দাবি এই রাস্তা দিয়ে ৮-১০টি গ্রামের বাসিন্দারা যাতায়াত করেন। এ বিষয়ে বারংবার পঞ্চায়েতের কাছে লিখিত অভিযোগ করেও কোনো সুরাহা মেলেনি।
দীর্ঘদিন ধরে জল নিকাশি ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলে এক হাঁটু জল জমে রাস্তায়। রাস্তার জমা জ্বলে বাড়ছে মশার উপদ্রব। একে রাস্তার সমস্যা পাশাপাশি ডেঙ্গু সংক্রমণের আতঙ্ক বাড়ছে স্থানীয় বাসিন্দাদের। এরই প্রতিবাদে সরব হয়েছেন বিজেপি নেতৃত্ব ও স্থানীয় বাসিন্দারা। রাস্তার জমা জলে মাছ ছেড়ে সেই মাছ জাল দিয়ে ধরে অভিনব প্রতিবাদ বিজেপির পক্ষ থেকে। স্থানীয় এলাকার মানুষের দাবি অবিলম্বে রাস্তার ও জল নিকাশি ব্যবস্থা পঞ্চায়েত প্রশাসন।
Social