মোহাম্মদ ফিরোজ, বীরভূমঃ নিয়োগ দুর্নীতিতে যখন পশ্চিমবঙ্গ জেরাবার। বিদ্যালয়ে সিট খালি থেকেও সেখানে কোনো নিয়োগ নেই। সেই মুহূর্তের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলী অঞ্চলের বরচাতুরি প্রাথমিক বিদ্যালয় হইতে একজন শিক্ষককে অন্য স্কুলে বদলি করে দেওয়া হচ্ছে। তার পরিবর্তে এই বিদ্যালয়ে অন্য কোনো শিক্ষক নিয়োগ করা হচ্ছে না। এই খবর শুনে বড়চাতুরি গ্রামের অভিভাবকরা থেকে ছাত্রছাত্রীরা স্কুলে বিক্ষোভ দেখাতে থাকেন এবং প্রধান শিক্ষককে আটকে রাখেন।
অভিভাবকদের অভিযোগ, শেখ ফাইজুর রহমান নামের এক শিক্ষককে বদলি করা হচ্ছে অন্যত্র কিন্তু তার পরিবর্তে কোনো শিক্ষক নিয়োগ করা হচ্ছে না। এই বিদ্যালয়ে একশোরও অধিক ছাত্র-ছাত্রী পড়াশোনা করে এই মুহূর্তে বিদ্যালয়ে তিনজন শিক্ষক রয়েছেন। অভিভাবকদের আরও অভিযোগ তিনজন শিক্ষক থেকেও ঠিকমতো সকলকে পড়াশোনা করানো যায় না। উল্টে আবার একজন শিক্ষক বদলি করা হচ্ছে। ফলে শিক্ষাব্যবস্থা একবারেই ভেঙে পড়বে এই বিদ্যালয়ে।
Social