টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ শুক্রবার প্রকাশিত হল প্রাথমিক টেটের ফলাফল। এবার টেট পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করলো বর্ধমানের আলমগঞ্জের ইনা সিংহ। টেটে ১৫০-এর মধ্যে ১৩৩ নম্বর পেয়েছেন ইনা। ২০০৮ সালে হরিসভা হিন্দু বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেছেন ইনা। ২০১২ সালে উচ্চ মাধ্যমিক। ২০১৪ সালে হাটগোবিন্দপুরের ভূপেন্দ্রনাথ স্মৃতি মহাবিদ্যালয় থেকে ইংরেজি অর্নাস নিয়ে স্নাতক পাশ করেছেন ইনা। তারপর থেকেই বিভিন্ন ছোট-বড় চাকরির পরীক্ষায় বসতে শুরু করে সে। নিজ চেষ্টায় অবশেষে রাজ্য টেট পরীক্ষায় শীর্ষস্থান দখল করে বর্ধমানের ইনা। ইনার স্বপ্ন ডব্লিউবিসিএস অফিসার হওয়া৷ তার এই সাফল্য খুশি পরিবারের সদস্যরা। সে তার বাবা দেবাশীষ সিংহ ও মা কাকলী সিংহের উদ্দেশ্যে তার এই সাফল্য উৎসর্গ করে।
বর্তমানে যেখানে টেটের চাকরি নিয়ে আন্দোলনে রাস্তায় বহু হবু শিক্ষকেরা, সেখানে তার এই সাফল্য ইনা খুবই আনন্দিত। ইনা সিংহ জানান, আন্দোলনের জেরেই তো পরীক্ষায় স্বচ্ছতা এসেছে।আন্দোলনেরই জেরে এই জয়। আমি আশাবাদী আগামী দিনে স্বচ্ছ ভাবেই যোগ্যরাই চাকরি পাবে। আর আমার সাফল্যে আমি খুব আনন্দিত। এদিন ইনার বাড়িতে তাকে সংবর্ধনা দিতে বহু মানুষ আসেন।
Social