টুডে নিউজ সার্ভিস, উত্তর ২৪ পরগনাঃ নারকেল গাছে ডাব পাড়তে উঠে বিপত্তি, গাছ থেকে নামতে না পারায় ডেকে আনতে হলো ফায়ার ব্রিগেড। ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার অন্তর্গত নাইগাছি এলাকায়। জানা যায় সিকান্দার মন্ডল নামে এক ব্যক্তি নাইগাছি এলাকার পার্থ চক্রবর্তীর বাড়িতে একটি নারকেল গাছের ডাব পাড়তে ওঠে কিন্তু দীর্ঘক্ষণ সে গাছের উপরে থাকায় বাড়ির মানুষের সন্দেহ হয় এবং তাকে দীর্ঘক্ষণ ধরে ডাকাডাকির পর বড় গাছের উপর থেকে সিকান্দার মন্ডল জানায় সে গাছ থেকে নামতে পারছে না। পরবর্তীতে খবর দেওয়া হয় গোবরডাঙ্গা ফায়ার ব্রিগেডে,খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে এসে পৌঁছায় গোবরডাঙ্গা ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন ও গাইঘাটা থানার পুলিশ। পরবর্তীতে ফায়ার ব্রিগেডের প্রায় ঘন্টা খানেকের প্রচেষ্টায় ওই ব্যক্তিকে গাছ থেকে নামিয়ে আনা সম্ভব হয়। ঘটনা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
এলাকাবাসীদের দাবি এই ঘটনা এই এলাকায় আগে কখনো ঘটেনি, তবে ফায়ার বিগ্রেডের কারণে বড়সড়ো বিপদের হাত থেকে রক্ষা পেল তারা এবং প্রাণে বাঁচলো এক ব্যক্তির।
Social