অর্পণ নন্দী, কাটোয়াঃ পূর্ব বর্ধমানের কেতুগ্রামের ঝামোট পুর উত্তর পাড়া গ্রামে এক গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্যের দানা বাঁধছে এলাকায়। মৃতের নাম নন্দিতা মণ্ডল (৩০)। জানা গেছে, গতকাল তিনি শ্বশুর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন, তবে কি কারনে মৃত্যু তা জানা যায়নি। এই মৃত্যুর কারণ খতিয়ে দেখছেন কেতুগ্রাম থানার পুলিশ। মৃত্যু দেহটিকে ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়।