জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ কোর্টের নির্দেশে ভাঙা হলো বেআইনিভাবে দখল করে থাকা মাটির বাড়ি। বুধবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে মন্তেশ্বরের পিপলন পঞ্চায়েতের করন্দা গ্রামে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কালনা কোর্টের কমিশনার ও নাজির, মন্তেশ্বরের বিডিও, মন্তেশ্বর থানার পুলিশ।
কোর্ট কমিশনার বংশী চরণ দে বলেন, কোর্টের প্রায় নির্দেশ অনুযায়ী মন্তেশ্বর ব্লক প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে জেসিবি দিয়ে বেআনিভাবে দখল করে রাখা জায়গা দখল মুক্ত করা হয়েছে। দখল পাওয়া জায়গার মালিক কালীপ্রসাদ সামন্ত বলেন, প্রতিবেশী সঞ্জিত দে ও রনজিৎ দে-র পরিবারের কাছ থেকে জায়গাটি কিনলেও কিছুজন জোরপূর্বক জায়গাটি দখল ছাড়ছিলেন না। ১৯৮৫ সালে জায়গার দখল পাওয়া নিয়ে মামলা শুরু হয় বলে জানান তিনি। এরপর কোর্টের মাধ্যমে আজ জায়গাটি দখলমুক্ত হলো।