পাপু লোহার, কাঁকসাঃ বনকাটি হাটতলা কালী মন্দিরে পুজো দিয়ে কাঁকসা ব্লকের বনকাটি পঞ্চায়েত দিদির সুরক্ষা কবচ কর্মসূচির সূচনা করলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি। রবিবার সকাল থেকে সারাদিনব্যাপী নানান কর্মসূচির পাশাপাশি দলীয় কর্মীদের সাথে সাক্ষাৎ করেন। বনকাটি অঞ্চলের তৃণমূল কর্মীদের নিয়ে একটি বৈঠক করেন বনকাটি পঞ্চায়েত অফিসের সামনের মুক্তমঞ্চে পাশাপাশি বেলডাঙায় একটি পথসভাও করেন তিনি।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি, বনকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান পিন্টু বাগদি, পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সহ সভাধিপতি সমীর বিশ্বাস, কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ভবানী ভট্টাচার্য, সহ-সভাপতি হিরন্ময় ব্যানার্জি, কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদক রঞ্জিত ধীবর ও সাধারণ সম্পাদক আলম খান, তৃণমূল নেতা পল্লব ব্যানার্জি, মিহির মন্ডল সহ কাঁকসা ব্লকের অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মী ও নেতৃত্ববৃন্দ।
এদিন বনকাটি এলাকায় জনসংযোগে গিয়ে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়তে হয় দিদির দূতদের। আবাস যোজনায় দুর্নীতি হয়েছে এই অভিযোগ তুলে জেলা চেয়ারম্যানের কাছে ক্ষোভ উগড়ে দেন এলাকার বাসিন্দারা। এলাকাবাসীর ক্ষোভ সামলাতে রীতিমত হিমশিম খেতে হয় জেলা নেতৃত্বকে।
Social