জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মন্তেশ্বর ব্লকের শুশুনিয়া পঞ্চায়েতের কালুই গ্রামের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একই ঘরে বড় গ্যাস জ্বালিয়ে চলছে রান্না ও পড়াশোনা। সেই ঘরে নেই কোনো বিদ্যুতের ব্যবস্থা, বিদ্যুতের আলো ও পাখা, তার ফলে এই গরমে নাজেহাল ছাত্র-ছাত্রী থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা। ক্ষোভ প্রকাশ করেছেন শিশুদের অবিভাবক-অবিভাবিকারা। তাদের দাবি অবিলম্বে আলাদা রান্নার জায়গার ব্যবস্থার করা হোক।
এমনি ছবি দেখা গেল পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকের শুশুনিয়া পঞ্চায়েতে ২৭০নম্বর কালেশ্বর কালুই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যে ঘরে শিশুদের পঠন পাঠন চলছে, সেই ঘরেই গ্যাস জ্বালিয়ে চলছে রান্না। বিষয়টি নিয়ে এলাকার মানুষজন ও শুশুনিয়া গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানানো হয়েছে বলে দাবি করেছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী কৃষ্ণা নন্দী। যদিও পঞ্চায়েত প্রধানে দাবি এ ব্যাপারে তার কাছে কোন লিখিত আবেদন জমা পড়েনি। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধান পার্থ ঘোষ।
Social