জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ সামনে রামনবমী উৎসব। রাম নবমী উৎসবের পরিবেশ যাতে শান্তিপূর্ণ থাকে এবং উৎসবে অপ্রীতিকর ঘটনা এড়াতে সোমবার মন্তেশ্বর ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রামনবমীর উৎসব কমিটির প্রতিনিধিদের নিয়ে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে। অনুষ্ঠিত এ দিনের বৈঠকে বিডিও গোবিন্দ দাস, যুগ্ম বিডিও সোমনাথ সাউ, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা, সহ সভাপতি আহমেদ হোসেন শেখ, মন্তেশ্বর থানার ওসি কুনাল বিশ্বাস সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ মন্তেশ্বর ব্লকের রাম নবমীর উৎসব কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডিও গোবিন্দ দাস বলেন, রামনবমী উৎসব শান্তিপূর্ণ ভাবে বজায় রাখতে বিভিন্ন কমিটি গুলির কাছে ডিজে বা জোড়ে মাইক না বাজানো, সহ রামনবমী উৎসব শান্তিপূর্ণভাবে শেষ করা সহ প্রশাসনিক বিধি নিষেধ গুলি তুলে ধরা হয়েছে। যে কোনো সুবিধা অসুবিধার সম্মুখীন হলে যোগাযোগের জন্য প্রয়োজনীয় নম্বরও প্রশাসনের পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছে।