দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ রবিবার পহেলা জানুয়ারি বছরের প্রথম দিনে পিকনিক করতে সাধারণ মানুষেরা হাজির হলেন বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের সাহসপুর গ্রাম পঞ্চায়েতের বেরঘোষ গ্রাম এলাকার আমরালের দিঘিরপাড়ে ও সম্রাঘাটে দ্বারকেশ্বর নদীর চরে।
প্রতি বছরের ন্যায় এ বছরও এই এলাকায় পিকনিক করতে ভিড় জমান। গত কয়েক বছর করোনা আবহের কারণে তেমনভাবে পিকনিকে মেতে উঠতে পারেননি ইন্দাস ব্লক এলাকার সাধারণ মানুষেরা এবছর করোনা আবহ কিছুটা স্মৃতি হতেই পিকনিক করতে কাতারে কাতারে মানুষেরা উপস্থিত হয়েছেন আমরাল দিঘিরপাড়ে ও সম্রাঘাট দ্বারকেশ্বর নদীর চরে। এই পিকনিক স্পটে রয়েছে পুলিশ প্রশাসনের করা নজরদারি।