গাড়িতে লেখা ‘গভঃ অফ ওয়েস্ট বেঙ্গল’, বিয়েতে ভাড়া খাটছে সেই গাড়ি

Prabir Mondal
1 Min Read

টুডে নিউজ সার্ভিস, রায়গঞ্জঃ সরকারি গাড়ি ব্যক্তিগত ব্যবহারে লাগানোর অভিযোগ প্রায় উঠেছে রাজ্য জুড়ে। তেমনি এক ঘটনা আবার সামনে এল রায়গঞ্জ এলাকায়। গাড়ির সামনে-পিছনে বড় বড় করে লেখা “গভঃ অফ ওয়েস্ট বেঙ্গল।” তা আবার সরকারি কাজে নয়, বিয়ে বাড়িতে ব্যবহার হচ্ছে এই গাড়ি। সেজেগুজে সেই গাড়িতে উঠছেন বরযাত্রীরা। বিয়ের মরসুমে এমন কাণ্ড ঘিরে শুরু হয়েছে বিতর্ক। আর এই মরসুমে মঙ্গলবার রাতে এই ব্যতিক্রমী চিত্র ধরা পড়ল রায়গঞ্জ শহরে। সরকারি স্টিকার লাগানো গাড়ি ভাড়া খাটছে বিয়ে বাড়িতে। একটা নয় একাধিক গাড়ি যেখানে “গভঃ অফ ওয়েষ্ট বেঙ্গল” লেখা স্টিকার রয়েছে। সেই সব গাড়িতে চেপে বিয়ে বাড়ি চললেন সাধারণ মানুষ। যাকে ঘিরে আলোড়ন ছড়িয়েছে রায়গঞ্জ শহরে। সরকারি গাড়ি কি করে সাধারণ মানুষের বিয়েতে ব্যবহার করা হচ্ছে তা নিয়েই উঠেছে প্রশ্ন।

যদিও গাড়ির চালকও স্বীকার করেছেন যে এই গাড়িগুলি বিয়ে বাড়িতে ভাড়া খাটছে। এবিষয়ে মহকুমাশাসক কিংশুক মাইতি-র সাথে বলা হলে তিনি উদ্বেগ প্রকাশ করে জানান, এটি কাম্য নয়। সব কটি গাড়ির নম্বর খতিয়ে দেখে তদন্ত করা হবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *