টুডে নিউজ সার্ভিসঃ বিদ্যাসাগর সেতুর রোপ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে হুগলি রিভার ব্রিজ কমিশন। বুধবার ১ নভেম্বর থেকেই সেই কাজ শুরু হচ্ছে। চলবে প্রায় ৮ মাস। এই কাজ চলাকালীন ৬ লেনের রাস্তার মধ্যে কেবল ২টি লেন দিয়েই চলবে ছোট গাড়িগুলি। বড় গাড়ি যাবে ঘুরপথে। বিদ্যাসাগর সেতুর ২টি লেন সব ধরনের ভারী ও মাঝারি পণ্য যানবাহন চলাচলের জন্য ১ নভেম্বর থেকে বন্ধ থাকবে। ৮ মাসের জন্য বা কাজ শেষ না হওয়া পর্যন্ত ভারী এবং মাঝারি পণ্যবাহী যানবাহন, বিদ্যাসাগর সেতু ব্যবহার করতে পারবে না।
Tags district west bengal
Check Also
বাঘ গুনতে সুন্দরবনে বসছে ১৪৪৪টি ক্যামেরা
টুডে নিউজ সার্ভিসঃ বাঘের সংখ্যা জানার জন্য আবার সুন্দরবনের জঙ্গলে বসতে চলেছে ক্যামেরা। প্রতিবছর শীতের …
Social