জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মহাপঞ্চমীর সন্ধায় মন্তেশ্বর গ্রামের ত্রিনয়নী সংঘের দুর্গাপুজোর প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতা টেনে শুভ উদ্বোধন করেন রহড়া রামকৃষ্ণ মিশনের মহারাজ কৈলব্যনন্দ জি ও কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, মন্তেশ্বর থানার ওসি কুনাল বিশ্বাস, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সোমনাথ সাউ, মন্তেশ্বর ব্লক সহ স্বাস্থ্য আধিকারিক সাদ্দাম হোসেন, পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম, সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। এবছর ৮তম বর্ষে পড়ল এই পুজো।য়এই বছর তাদের থিম গ্রাম বাংলার আদলে মণ্ডপ। আর মণ্ডপের ভিতর ও বাইরে একদিকে যেমন আলোকসজ্জার চমক রয়েছে, ঠিক তেমনি সেভ ড্রাইভ সেফ লাইফ সহ ডেঙ্গু সচেতনতা এবং সরকারি নিয়ম-কানুনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
এই মণ্ডপের আকর্ষণ মন কাড়বে ছোট থেকে বড়দের এমনটাই বলে মনে করছেন ত্রিনয়নী সংঘের পুজো উদ্যোক্তারা। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে ত্রিনয়নের সংঘের পক্ষ থেকে মন্তেশ্বর বাজারে পাকা রাস্তায় একটি সেভ ড্রাইভ সেফ লাইফ সচেতনার চিত্র নাট্যের মাধ্যমে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সংঘের পুজো কমিটির পক্ষ থেকে মন্তেশ্বর থানার পুলিশ প্রশাসনের হাতে ১০ রোড গাডওয়াল এবং সুন্দরবন এলাকার দুঃস্থ গরীব মানুষদের সাহায্যার্থে জন্য দুই মাসের সমস্ত ধরনের ওষুধ রহড়া রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী কৈলব্যনন্দ মহারাজের হাতে তুলে দেওয়া হয়।
Social