টুডে নিউজ সার্ভিস, দক্ষিণ ২৪ পরগনাঃ দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে তৃণমূলের অঞ্চল সভাপতিকে গুলি করে খুন। নিহত সাইফুদ্দিন লস্কর ছিলেন তৃণমূলের বামনগাছি অঞ্চলের সভাপতি। তাঁর স্ত্রী বামনগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান। এই খুনের পাল্টা এক দুষ্কৃতীকে পিটিয়ে খুন করে নিহতের অনুগামীরা। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক দুষ্কৃতীকে। স্থানীয় সূত্রে খবর, আজ ভোর পৌনে ৫টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন ঐ তৃণমূল নেতা। বাড়ির কাছেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল অঞ্চল সভাপতিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। রাজনৈতিক কারণ? নাকি ব্যক্তিগত শত্রুতা? কী কারণে খুন খতিয়ে দেখছে জয়নগর থানার পুলিশ। এই এলাকাটি বারুইপুর পূর্ব বিধানসভা এলাকার মধ্যে পড়ে। ঘটনার পর এলাকায় আসেন স্থানীয় বিধায়ক বিভাস সরদার।
