মণ্ডলগ্রামে জনসভায় সুজন চক্রবর্তী

Prabir Mondal
2 Min Read

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মন্তেশ্বর বিধানসভার মেমারি-২ ব্লকের মণ্ডরগ্রামে বাজার সংলগ্ন মাঠে সিপিআইএম-এর পক্ষ থেকে কৃষক সভার নেতা কমরেড অমিয় গাঙ্গুলীর ৫০তম শহীদ বর্ষ উপলক্ষে মঙ্গলবার বিকালে এক জনসভা অনুষ্ঠিত হয়। এই জনসভার প্রধান উদ্যোক্তা তথা মেমারি-২ ব্লকের সিপিআইএম-এর এরিয়া কমিটির সম্পাদক তাপস বসু ও মন্তেশ্বর এরিয়া কমিটির সম্পাদক ওসমান গনি সরকার-রা জানান, ৫০ বছর আগে কংগ্রেসের দুষ্কৃতীদের দ্বারা খুন হয়েছিলেন সিপিআইএমের কৃষক সভার নেতা তথা মণ্ডলগ্রামের বাসিন্দা অমিয় গাঙ্গুলি। মঙ্গলবার বিকালে তারই ৫০ তম শহীদ বর্ষ উপলক্ষে মণ্ডলগ্রাম বাজার সংলগ্ন মাঠে জনসভা বক্তব্য রাখলেন সিপিআইএম-এর রাজ্য কমিটির নেতা সুজন চক্রবর্তী।

তিনি দাবি করেন, বাম শাসনের পর বিগত ১২ বছর ধরে বাংলায় যে তৃণমূল কংগ্রেস নামক দলটির সরকার চলছে তা রাজ্যের মানুষকে দেউলিয়া করে তুলেছে ছোট থেকে বড় নেতা-মন্ত্রী সকলেই দুর্নীতিতে ভরা। বেকারত্ব বাড়ছে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে মানুষের হাতে কোনো কাজ নেই। অন্যদিকে কেন্দ্রের শাসক বিজেপি সরকার একের পর এক জনবিরোধী নীতি দেশের মানুষকে বিভ্রান্ত করে তুলেছে। ১০০ দিনের কাজের টাকা আদায়ের নাম করে তৃণমূল কংগ্রেস বারবার নাটক করছে, দিল্লিতে এক দফা নাটক শেষ করে রাজভবনের সামনে এসে আবারো নাটক শুরু করে।পুরোটাই বিজেপির সাথে তৃণমূল কংগ্রেস অভিনয় করে গরিব মানুষকে বোকা বানাচ্ছে। গোটা দেশের বিজিপি এবং আরএসএসকে বাড় বাড়ন্ত করার মূল দায়িত্ব নিয়েছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের তৈরি ইন্ডিয়া জোট প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটে কোনোদিনই থাকবে না ভাঙ্গন ধরানোর জন্যই একের পর এক নানা রকম দাবি তুলেছে।

এই জনসভায় উপস্থিত ছিলেন সিপিআইএম-এর রাজ্য কমিটির নেতা সুজন চক্রবর্তী, মন্তেশ্বর এরিয়া কমিটির সম্পাদক তথা জেলার কৃষক সভার জেলা নেতা ওসমান গনি সরকার , মেমারি-২ ব্লকের এরিয়া কমিটির নেতা তাপস বসু , সিপিআইএমের জেলা নেতা অশেষ কোনার, অভিজিৎ কোনার, সহ মন্তেশ্বর বিধানসভা প্রাক্তন বিধায়ক চৌধুরী মোহাম্মদ হিদায়াতুল্লাহ, ও আরও বাম নেতৃত্ব বর্গ।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *