টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ আদিবাসীদের জমি দখল করে নির্মাণ কাজ। সেই কাজ রুখে দিয়ে পুনরুদ্ধার করে আদিবাসীদের ফিরিয়ে দিল সারা ভারত কৃষক সভা ও সারা ভারত ক্ষেত মজুরি ইউনিয়ন। এমনই ঘটনা ঘটেছে বর্ধমান-২ ব্লকের নবস্থা-২ অঞ্চলের পালসিট গ্রামে। রবিবার বিকালে মিছিল করে এসে সেই জায়গা দখল মুক্ত করে সারা ভারত কৃষক সভা ও সারা ভারত খেত মজুর ইউনিয়ন। যার নেতৃত্ব দেন বর্ধমান সদর-২ এরিয়া কমিটির সম্পাদক কমরেড জহর দত্ত, কমরেড উত্তম কোনার, কমরেড বাসুদেব দত্ত, কমরেড বাপন মালিক কমরেড জয়ন্ত মালিক কমরেড সমীর কুমার সহ আরও অনেকের।
কমরেড জহর দত্ত বলেন, এই পালসিট গ্রামে দীর্ঘ ৭০ বছর ধরে চাষ করে আসা আদিবাসীদের জমি দখল করে রাজ্যের শাসক দল পাকা নির্মাণ কাজ করার উদ্যোগ নিয়েছিল। আজ আমরা এলাকায় মিছিল করে সারা ভারত কৃষক সভা ও সারা ভারত খেত মজুর ইউনিয়নের উদ্যোগে সেই জায়গার দখল মুক্ত করে এলাকার আদিবাসীদের জমায়েত করে লাল ঝান্ডা দিয়ে সেই জায়গা পুনরুদ্ধার করে আদিবাসীদের ফিরিয়ে দেওয়া হল।
Social