টুডে নিউজ সার্ভিসঃ ফেব্রুয়ারি মাসে আগামী আর্থিক বছরের রাজ্য বাজেট পেশ হবে। এখন থেকেই রাজ্যের অর্থ দফতর বাজেট প্রস্তুতির কাজ শুরু করে দিয়েছে। রাজ্যের সমস্ত দফতরের চলতি আর্থিক বছরের জমা খরচের হিসাব ১৫ই জানুয়ারির মধ্যে জমা দিতে অর্থ দফতরের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে।চলতি আর্থিক বছরে কোনও দফতরে কাজ করতে গিয়ে যদি বাজেট বহির্ভূত ভাবে অর্থ খরচ হয়ে থাকে তাও রিপোর্টে উল্লেখ করতে বলা হয়েছে। সেই খরচের পরিমাণ আগামী বছরের বাজেট বরাদ্দের সঙ্গে যুক্ত করে দেওয়া হবে।
অর্থ দফতরের এই নির্দেশিকার পরে সমস্ত দফতরে বাজেট প্রস্তুতি নিয়ে তৎপরতা শুরু হয়েছে। আগামী বছর লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই এ বছর বিধানসভায় তিন মাসের জন্য অন্তর্বর্তী বা ব্যয় মঞ্জুরি বাজেট পেশ করা হবে বলে জানা গেছে। লোকসভা ভোটের পর পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে।
Social