টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচন, ক্যাম্পাসে বহিরাগত শাসকদলের দাদাগিরি, শিক্ষা প্রতিষ্ঠানে অস্বাভাবিক ফি বৃদ্ধি, সরকারি স্কুল বন্ধের বিরুদ্ধে, রাজ্য নয়া শিক্ষানীতির বিরুদ্ধে সহ একাধিক দাবি নিয়ে বাম ছাত্র সংগঠন এসএফআই-এর জেলা কমিটি বৃহস্পতিবার বর্ধমান স্টেশন থেকে জেলাশাসকের দপ্তরে অভিযান। সেই মতো এদিন বর্ধমান রেল স্টেশন থেকে তারা মিছিল করে আসেন কার্জন গেটে। এই কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনোরকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সে জন্য এদিন দুপুর থেকে কার্জন গেটের সামনে তিনটি ব্যারিকেড ও মোতায়েন করা হয় প্রচুর পুলিশ। এদিন মিছিল করে কার্জন গেটে এসে প্রথম ব্যারিকেট ভেঙে ফেলে এসএফআই সমর্থকরা এবং দ্বিতীয় ব্যেরিকেডে গিয়ে আটকে যায় এসএফআই-এর বিক্ষোভ মিছিল। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন এসএফআইয-এর রাজ্য নেতৃত্ব ঐশী ঘোষ, প্রতিকুর রহমান, বিশ্বরূপ হাজরা, জেলা সম্পাদক অনির্বাণ রায়চৌধুরী সহ আরও অনেকে।
পাশাপাশি এই দিন দেখা যায় শিশু ছাত্র-ছাত্রীদের হাতে এসএফআই-র পতাকা নিয়ে মিছিলে হাঁটতে। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। যদিও এ ব্যাপারে এসএফআইয়ের রাজ্য নেতা প্রতিকুর রহমান জানান ষষ্ঠ শ্রেণী থেকে এসএফআই সদস্য পদ গ্রহণ করা যায়। পাল্টা তার দাবি যে, যে সমস্ত স্কুল বন্ধ হয়ে গেছে সেই বন্ধ স্কুলের ছেলেমেয়েদের স্বার্থে যদি তারা এই প্রতিবাদের ঝান্ডা নিয়ে সামিল হয় তাতে কোনো অন্যায় নেই। যদিও এ বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষ জানিয়েছেন, এসএফআই য়ের সংগঠনের এখন যা অবস্থা যে প্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীরা এসএফআই থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাই তারা বাধ্য হয়ে ছোট কচিকাঁচাদের হাতে ঝাণ্ডা ধরে মিছিলে হাঁটাছে। তৃণমূল ছাত্র পরিষদ চাইলেই সমস্ত স্কুল স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের নিয়ে সংগঠনের বিস্তার করতে পারে, কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ মনে করে শিশুদের মধ্যে জোর করে কোনো রাজনৈতিক চাপিয়ে দেওয়া অন্যায় সেজন্য কলেজ থেকে রাজনীতিতে উঠে আসছে ছেলেমেয়েরা। আর ওরা শিশুদের ঝাণ্ডা ধরিয়ে অমানবিক রাজনীতি করতে চাইছে এর তীব্র ধিক্কার জানাই।
Social