Breaking News

আগমনীর আহ্বান পরিচ্ছন্ন পূর্ব বর্ধমান এই বার্তাকে সামনে রেখে রবিবার জেলা জুড়ে সাফাই অভিযান

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী রবিবার ১৫ অক্টোবর সারা পূর্ব বর্ধমান জেলা জুড়ে চলছে সাফাই অভিযান। যার নাম দেওয়া হয়েছে “আগমনীর আহ্বান পরিচ্ছন্ন পূর্ব বর্ধমান।” সেই মত বর্ধমান-২ ব্লকের অনাময় হাসপাতাল সংলগ্ন এলাকা ও শক্তিগড় ল্যাংচা বাজার সংলগ্ন এলাকা সাফাই অভিযান করা হলো। এদিনের এই সাফাই অভিযানে সামিল হন অতিরিক্ত জেলাশাসক (শিক্ষা) সানা আক্তার, বর্ধমান উত্তরের মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস, বর্ধমান-২ সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবর্ণা মজুমদার সহ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দেবদ্বীপ রায়, পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পরমেশ্বর কোনার, বৈকুন্ঠপুর-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাখি সাঁতরা, উপ্রধান জয়দেব ব্যানার্জি, পঞ্চায়েতের সদস্য সেখ আজাদ রহমান ও পঞ্চায়েতের আশা কর্মী থেকে শুরু করে সকল সদস্যদের নিয়ে এই সাফাই অভিযান করা হয়।

এদিন হাসপাতাল চত্বরে যত্রতত্র পড়ে থাকা কাগজ, প্লাস্টিক ও পরে খাবারের প্যাকেট তুলে নির্দিষ্ট ব্যাগে রেখে এই সাফাই অভিযানের কার্যক্রম চলে‌। পাশাপাশি ড্রেনগুলিতে জীবাণুনাশক স্প্রে করতে দেখা যায় উপস্থিত আধিকারিকদের।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বর্ধমান উত্তরের মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস বলেন, জেলা শাসকের নির্দেশ অনুযায়ী আমরা সাফাই অভিযানে নেমেছি জেলার প্রতিটি ব্লক জুড়ে এই কার্যক্রম চলছে। অনাময় হাসপাতাল চত্বর অপরিষ্কার ছিল আজ আমরা অনেকটাই পরিষ্কার করতে পেরেছি, আর এই কর্মসূচি রেগুলার চলবে।

About Prabir Mondal

Check Also

প্রকাশ্য রাস্তায় ফেলে যুবককে কুপিয়ে খুন, গ্রেফতার ১ মহিলা

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ প্রকাশ্য রাস্তায় দিনে দুপুরে কুপিয়ে খুন এক ব্যক্তিকে। এক মহিলার হাতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *