রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলা সবলা মেলার শুভ উদ্বোধন হলো কাটোয়া কাশীরামদাস বিদ্যায়তন মাঠে শনিবার। মেলার উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। এই মেলা চলবে ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী শশী পাঁজর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার সহ-সভাপতি গার্গী নাহা, কাটোয়ার মহকুমাশাসক অর্চনা পি ওয়ান খেড়ে, সাংসদ সুনীল মণ্ডল সহ অন্যান্যরা। এবার জেলার এই সবলা মেলা ৩ বছরে পড়লো। এই মেলায় ৮৪টি স্টল রয়েছে। জেলার বিভিন্ন ব্লক থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা তাদের তৈরি জিনিসপত্র নিয়ে হাজির হয়েছে কাটোয়া কাশীরামদাস বিদ্যায়তন মাঠে।
এদিন উদ্বোধনে এসে মেলার স্টলগুলি ঘুরে দেখলেন মন্ত্রী শশী পাঁজা। জানা যায়, গতবছর এই মেলা থেকে প্রায় ২৬ লক্ষ টাকার জিনিস কেনা বেচা হয়েছিল। তবে এবছর বেশি টাকার জিনিস কেনা বেচা হবে এমনটাই মনে করছেন উদ্যোক্তারা। এদিন মেলা উদ্বোধনী অনুষ্ঠান দেখতে বহু মানুষ হাজির হয়েছিল মেলার মাঠে।
Social