টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ মোটর ভ্যানের ধাক্কায় ভাঙলো রেল গেট। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারি থানার জিটি রোডের উপর অবস্থিত রেল গেটে। এদিন রেল গেট পড়ার সময় তাড়াহুড়া করে একটি লোহার রড বোঝাই মোটর ভ্যান পাড় হতে গিয়ে সজোরে ধাক্কা মারে ওই রেল গেটে আর তাতেই দুমড়ে মুচড়ে যায় ওই গেট। ঘটনাস্থলে মেমারি থানার পুলিশ এসে ওই ভ্যানটিকে আটক করে। রেল গেট ভাঙার ফলে জিটি রোডের উপর দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়। আটকে পরে শব দেহের গাড়ি সহ একাধিক মাল ও যাত্রী বোঝাই গাড়ি। নিত্যযাত্রীদের দীর্ঘদিনের অভিযোগ, গেট পড়লে তিন চারটি ট্রেন পাস না হওয়া পর্যন্ত গেট খোলে না তার উপর গেট সংলগ্ন এলাকার রাস্তা প্রচন্ড খারাপ, কবে এখানে একটি ফ্লাইওভার হবে তার দিকে তাকিয়ে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে রেল অধাকারিকরা এসে গেট মেরামতির পর যান চলাচল স্বাভাবিক হয়।
