দেবনাথ মোদক, বাঁকুড়াঃ বাঁকুড়ার খাতড়ায় দোকান মালিক সহ দোকানের কর্মচারীকে বেধড়ক মারধর এবং দোকান ভাঙচুরের প্রতিবাদে বিজেপির পর পথে নামল খাতড়া ব্লক যাদব সভা। বুধবার সন্ধ্যায় খাতড়া থানায় অভিযুক্তদের গ্রেফতার ও শাস্তির দাবিতে জমায়েত হয় সংগঠনের সদস্যরা। উল্লেখ্য, গত ২৬ তারিখ রাত্রি সাড়ে আটটা নাগাদ খাতড়া বাজার এলাকার এক দোকান মালিক ও তার কর্মচারীকে বেধড়ক মারধোর করে মাথা ফাটিয়ে দেওয়ার পাশাপাশি দোকান ভাঙচুর করার অভিযোগ উঠে তৃণমূলের প্রসূন পান্ডা সহ একদল দুষ্কৃতির বিরুদ্ধে। আর এই ঘটনার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে মঙ্গলবার ১২ ঘন্টা খাতড়া বাজার বনধের ডাক দেয়।
এবার বিজেপির পাশাপাশি ওই অভিযুক্তদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে প্রতিবাদে পথে নামল খাতড়া ব্লক যাদব সমাজ। বুধবার সন্ধ্যায় খাতড়া থানায় উপস্থিত হয়ে সংগঠনের সদস্যরা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে অভিযুক্তদের গ্রেফতারের দাবি তোলেন। পুলিশি আশ্বাস পেয়ে সংগঠনের সদস্যরা তাদের কর্মসূচি থেকে সরে দাঁড়ায়। তবে সংগঠনের সদস্যরা জানান, দ্রুত ওই অভিযুক্তদের গ্রেফতার করতে না পারলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি ও দেন।
Social