টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ “ক্লিন রিভার সেভ রিভার” স্লোগানকে সামনে রেখে নদী উৎসব অনুষ্ঠিত হলো শনিবার বর্ধমান-২ ব্লকের বড়শুল-২ অঞ্চলের দামোদর নদের চড়ে। এদিনের এই নদী উৎসবকে কেন্দ্র করে নদীর চড়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি নদী সংরক্ষণ, জল দূষণ, মানব জীবনের নদীর প্রয়োজন নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক দিব্যজ্যোতি দাস, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক শিল্পা ভগৎ, পঞ্চায়েত সমিতির সভাপতি রাখী কোনার সহ সমস্ত কর্মাধ্যক্ষগন এবং বড়শুল-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান গন।
বর্ধমান-২ সমষ্টি উন্নয়ন আধিকারিক দিব্যজ্যোতি দাস জানান, পরিবেশের মূল ভিত্তি হল নদী। জনপদ, সভ্যতা গড়ে উঠেছে নদীর তীরবর্তী এলাকায়। নদীকে কেন্দ্র করে মৎস্যজীবী ও কৃষক জীবিকা নির্বাহ করে। মূলতঃ নদীর দূষণ রোধ ও সচেতনতার লক্ষ্যে এই উৎসবের আয়োজন।
Social