টুডে নিউজ সার্ভিস, ঝাড়গ্রামঃ ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার নয়াগ্রাম বাজারে সোমবার রাতে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার বিদেশি মদ উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতভর ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে কয়েক লক্ষ টাকার বিদেশি মদ উদ্ধার করে নয়াগ্রাম থানার পুলিশ। এদিন গোপীবল্লভপুরের এসডিপিও কৃষ্ণগোপাল মিনার নেতৃত্বে পুলিশ অতর্কিতে অবৈধভাবে বিদেশি মদ বিক্রির ঠেকগুলিতে অভিযান চালায়। নয়াগ্রাম বাজারে থাকা একটি বাড়ি থেকে ৭০ রকমের মদ উদ্ধার হয়।
পুলিশ সূত্রে আরও জানা যায়, নয়াগ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে মোট ৬০২ বোতল বিদেশি মদ উদ্ধার হয়েছে।জানা গিয়েছে, বেআইনিভাবে গোপনে বিদেশি মদ এনে বিক্রি করতেন নয়াগ্রামের ওই মদ দোকানদার। গোপন সূত্রে খবর পাওয়ার পর পুলিশের পক্ষ থেকে কয়েকদিন ধরে নজরদারি শুরু করা হয়েছিল। পুলিশ সোমবার রাতভর তল্লাশি চালিয়ে কয়েক লক্ষ টাকার বিদেশি মদ উদ্ধার করে। ওই ঘটনায় পুলিশ এক ব্যাক্তিকে গ্রেফতার করে। মঙ্গলবার ওই ব্যক্তিকে ঝাড়গ্রাম আদালতে পেশ করে নয়াগ্রাম থানার পুলিশ। ঝাড়গ্রাম আদালতে পেশ করলে ঝাড়গ্রাম আদালতের ভারপ্রাপ্ত বিচারক ধৃত কে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। ওই ব্যক্তির নাম প্রকাশ মাইতি। যাদের দোকান থেকে বিদেশি মদের বোতল উদ্ধার হয়েছে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। ওই ঘটনাকে কেন্দ্র করে নয়াগ্রাম থানা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তাই পুলিশের পক্ষ থেকে অভিযান চালিয়ে বিদেশি মদ উদ্ধার করা হয় বলে এক পুলিশ আধিকারিক জানান।