টুডে নিউজ সার্ভিস, গলসীঃ ভারতের যুব ফেডারেশনের গলসী-২ আঞ্চলিক কমিটির পক্ষ থেকে ৬০ জন মাধ্যমিক পরিক্ষার্থীদের এবিটিএ টেস্ট পেপার বিতরণ করা হয়। এদিন উপস্থিত ছিলেন যুব নেতা রাজীব সাম, শুভেন্দু বিশ্বাস, সৌম্যদীপ সানা সোনা মুখার্জী, শিক্ষক সংগঠনের নেতা হালিম মণ্ডল সহ আরও অনেকে।
