টুডে নিউজ সার্ভিস, কলকাতাঃ পশ্চিমবঙ্গের আর্থিক সাক্ষরতার হার মাত্র ২৭% । তাই আর্থিক সাক্ষরতায় পিছিয়ে পরা মহিলাদের সাক্ষরতার পাঠ দিতে এগিয়ে এলো একটি স্বেচ্ছাসেবী সংস্থা লাইনিংস ফাউন্ডেশন ট্রাস্ট। ৭০০০ মানুষকে এই কর্মকান্ডের সঙ্গে যুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়ে, প্রথম পর্যায় বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলার মাদাখালি ও কন্টাই এবং বাঁকুড়ায় কিছু অংশে তারা তাদের কাজ শুরু করেছেন। এখনো পর্যন্ত তারা দেড় হাজারেরও বেশী মহিলাদের সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রকল্পের সঙ্গে যুক্ত করতে পেরেছেন।
আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা, সরকারি বিভিন্ন রকম সামাজিক সুরক্ষা প্রকল্পে নাম নথিভুক্ত করা হোক, কিংবা ব্যাংকের বই খোলা বা পোস্ট অফিসে সুকন্যা সমৃদ্ধি যোজনার মতো বিভিন্ন প্রকল্পে নাম নথিভুক্ত করানো মূলত এই কর্মসূচির অন্যতম লক্ষ্য। আগামী দিনে লাইনিংস ফাউন্ডেশন ট্রাস্ট এই ধরনের কাজ পশ্চিমবঙ্গের আরো অন্যান্য জেলাতেও ব্যাপক ভাবে ছড়িয়ে দেবে বলে জানান সংস্থার প্রতিষ্ঠাতা নির্মাল্য গাঙ্গুলী।
