মন্তেশ্বরে রাজ্য সংখ্যালঘু দপ্তরের পক্ষ থেকে কয়েক কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল

Prabir Mondal
2 Min Read

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ রাজ্য সংখ্যালঘু দপ্তরের পক্ষ থেকে প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে এলাকায় প্রথম সরকারি ভাবে ইংলিশ মিডিয়াম স্কুল নির্মাণ হতে চলেছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর। মঙ্গলবার মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রাম তৈয়বা হাই স্কুল সন্নিকট মাঠে বর্ধমান থেকে আসা পি.ডব্লু.ডি দপ্তরের ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে মাপ যোগ করা হয়। উপস্থিত ছিলেন মন্তেশ্বর ব্লকের বিডিও সঞ্জয় দাস, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, সহ ব্লকের সংখ্যালঘু দপ্তর এবং বি.এল.আরও  দপ্তরের প্রতিনিধি ও পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষ ও কুসুমগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান,  উপপ্রধান।

এদিন পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ জানান,  এই এলাকায় এই ধরনের স্কুল প্রথম এখানে এই ধরনের স্কুল স্থাপিত হলে শুধু মন্তেশ্বর ব্লকই নয় পার্শ্ববর্তী মেমারি-২ ব্লক পূর্বস্থলী এমনকি নবদ্বীপ এলাকা থেকেও ছেলেমেয়েরা এখানে ইংরেজি মাধ্যমে পড়ার সুযোগ পাবে। প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলে পড়াশোনার ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন তিনি। মন্তেশ্বর এলাকায় এই ধরনের স্কুল স্থাপিত হলে এলাকায় কর্মসংস্থানের ও সুযোগ বাড়বে বলে দাবি করেছেন তিনি। 

কুসুমগ্রাম এলাকার সাধারন মানুষজন  জাহির খান, পাপাই মীর, সৈয়দ আব্দুল আজিজ, শেখ মহঃ শফিউদ্দিনরা জানান, এলাকায় এই ধরনের সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল নির্মাণ হওয়ায় আমরা দারুণ খুশি কারণ আমাদের এলাকায় এইরকম সরকারি ইংলিশ মিডিয়াম কোনো স্কুল নেই, আমাদের এলাকার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়ামে পড়াতে গেলে বর্ধমান, কলকাতা সহ অন্য জায়গায় যেতে হয় এবং  প্রচন্ড খরচের ফলে অনেক ভালো ভালো ছেলে মেয়ে টাকা পয়সার অভাবে পড়তে পারে না। তাই এই ধরনের স্কুল হওয়াতে অল্প খরচে, এলাকার ছেলেমেয়েরা পড়ার সুযোগ পাবে বলে তারা আশা প্রকাশ করেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *