টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ নেশাগ্ৰস্থ অবস্থায় স্বামী-স্ত্রীর অশান্তিতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক ব্যাক্তি। মৃতের নাম অমিত বোয়াল। বাড়ি মেমারি থানার অন্তরগর্ত দেবীপুর এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, প্রায়শই নেশাগ্ৰস্থ অবস্থায় বাড়িতে এসে অশান্তি করত মৃত ব্যক্তি এবং ভয় দেখাতো বাড়ির লোকদের। এর আগেও তিনি বিষ খেয়েছিলেন কিছু হয়নি। আর এরপরেই বুধবার বিকেলে নেশা করে বাড়িতে এসে স্ত্রীর সাথে অশান্তি করে গলায় ফাস লাগিয়ে আত্মঘাতী হয়। দেহ বৃহস্পতিবার ময়নাতদন্ত হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।
