টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান স্টেশনে বড়সড় দুর্ঘটনা। স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে ভেঙে পড়ল এই জলের ট্যাঙ্ক। ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে দাঁড়িয়ে থাকা জলের ট্যাঙ্ক ফেটে গুরুতর আহত অন্তত ৩৪ জন যাত্রী এবং ৩ জনের মৃত্যু ঘটেছে বলে খবর। প্ল্যাটফর্মের শেড ভেঙে গুরুতর জখম হন বেশ কয়েকজন।
ঘটনায় প্রকাশ, জলের ট্যাঙ্কটি দুপুর ১২টার পরে ভেঙে পড়ে। প্ল্যাটফর্মের শেডের ওপর ভেঙে পড়ে ট্যাঙ্কের লোহার অংশ। দুর্ঘটনার সময় স্টেশনে ট্রেন ধরার অপেক্ষায় সেই সময় প্রচুর যাত্রী অপেক্ষারত ছিলেন। গাদাগাদি ভিড় ছিল গোটা স্টেশন চত্বর জুড়ে। স্টেশনের শেডের উপর সেটি এসে পড়ে। তার তলায় একাধিক যাত্রী ছিলেন। একাধিক যাত্রীর মাথার উপর এসে ভেঙে পড়ে ওই শেডের একাংশ।
এর জেরে গুরুতর আহত হন অপেক্ষারত যাত্রীরা। পরে শেডের ধ্বংসস্তূপের নীচে থেকে উদ্ধার করে বেশ কয়েকজন যাত্রীকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রেল সূত্রে খবর, দুর্ঘটনার পরেই বর্ধমান স্টেশন দিয়ে রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
কী কারণে দুর্ঘটনা, খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছন আধিকারিকরা। নিত্যযাত্রীদের একাংশের অভিযোগ, এই জলের ট্যাঙ্কের রক্ষণাবেক্ষণ নিয়ে বার বার অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি।
আবারও বর্ধমান স্টেশনে দুর্ঘটনা
Tags Accident burdwan district Politics west bengal
Check Also
হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী রোগী
টুডে নিউজ সার্ভিস, হুগলীঃ হুগলীর চন্দননগর মহকুমা হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক রোগী। …
Social