টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বন্ধ ঘর থেকে উদ্ধার জ্যোতিষীর পচা গলা দেহ। এই ঘটনায় বুধবার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বর্ধমান দু’নম্বর ব্লকের শক্তিগড় থানার জোতরামের শিলেপাড়া এলাকায়। যদিও মৃত ব্যক্তি সঠিক নাম জানা যায়নি, তার বাড়ির দেওয়ালের বোর্ড দেখা জ্যোতিষ শ্রী শিবনারায়ণ শাস্ত্রী। স্থানীয় গৌতম মুদি জানান, উনি একাই থাকতো। পাথর বিক্রি করত এবং হাত দেখত। বেশ কয়েকদিন ধরে ওনাকে দেখা যাচ্ছিল না। এছাড়াও কয়েকদিন ধরেই এলাকায় পচা দুর্গন্ধ ছড়াচ্ছিল ভেবেছিলাম গরু কিংবা ছাগল মরেছে সেই গন্ধ। কিন্তু, আজ সন্দেহ হতেই একজনকে পাঠাই ওনার বাড়িতে এবং দেখি দরজা বন্ধ ভিতর থেকে, একটা জানালার খোলা থাকলে সেখান থেকে দেখা যায় যে তিনি ওই অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে শক্তিগড় থানায় খবর দিই পুলিশ এসে দরজা ভেঙে ওই জ্যোতিষীর পঁচা গলা উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য। ওনার বয়স আনুমানিক ৬০ থেকে ৬৫ বছর হবে এবং এলাকায় পাঁচ বছর ধরে বসবাস করছেন একাই বলে জানান ওই স্থানীয় বাসিন্দা। কিভাবে এই মৃত্যু তা খতিয়ে দেখছে শক্তিগড় থানার পুলিশ।
Tags burdwan district west bengal
Check Also
কার্তিক লড়াইকে ঘিরে জমজমাট কাটোয়া
রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সকলের কাছে সব থেকে বড় পুজো হল …
Social